করোনার জেরে কৃষকদের কৃষি পরামর্শ হোয়াটসঅ্যাপে, ধান চাষের জন্য আধুনিক যন্ত্র

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতিতে নানান বিধিনিষেধ চলছে। নিষেধাজ্ঞা রয়েছে জমায়েতের ওপরও।করোনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু গ্রামের কৃষকরা চাষবাসের জন্য সরকারি কৃষি আধিকারিকদের পরামর্শ পাবেন কিভাবে? করোনার জন্য কেন পিছিয়ে পড়বে কৃষি? তাই শিলিগুড়ি মহকুমায় কৃষকদের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। একশোর মতো কৃষক সেই গ্রুপে সামিল হয়েছেন। সেখানে কৃষকরা তাদের বিভিন্ন সমসা বা প্রশ্ন মেলে ধরছেন। কৃষি দপ্তরের আধিকারিকরা সেসবের জবাব দিচ্ছেন। শুধু তাই নয় ধান বিপণনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। শিলিগুড়িতে কৃষি দপ্তরের অফিসার সোমনাথ শীল জানিয়েছেন, এবারে শিলিগুড়ি মহকুমার ফাসিদেওয়া কেষ্ট পুরে চৌপুখুরিয়াতে উন্নত যন্ত্রের সাহায্যেও দেশি ধানের উৎপাদন হয়েছে। উন্নত যন্ত্রের সাহায্যে ধান চাষ হওয়াতে কৃষকের অনেক সময় বেঁচে যাচ্ছে, কৃষি উৎপাদনের খরচও কমছে।তাছাড়া নতুন প্রজন্মের অনেকে কৃষি কাজে অনুৎসাহী, জমিতে লাঙল চাষে অনেক সময় শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যন্ত্রের সাহায্যে শুরু হয়েছে চাষবাস।