হলুদ সংকেত তিস্তা ও জলঢাকা নদীতে,আলিপুরদুয়ারের কালজানি নদীতে লাল সংকেত

নিজস্ব প্রতিবেদন ঃ লাগাতর বর্ষনের জেরে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বাড়ছে। তিস্তা ব্যারেজ থেকে ১৯১৪ কিউমেক জল শনিবার নতুন করে ছাড়া হয়। তিস্তার অসংরক্ষিত এলাকা বিপদসীমার ওপর রয়েছে ।জারি করা হয়েছে হলুদ সংকেত । জলঢাকা নদী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এদিন। জলস্তর বেড়ে যাওয়ায় অসংরক্ষিত এবং সংরক্ষিত উভয় এলাকায় হলুদ সংকেত জারি হয়েছে ওই নদীতে। খবর জানা গিয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুম থেকে।
কয়েকদিন ধরে বিপদ সীমার ওপর দিয়ে তিস্তার জল থাকায় আতঙ্কিত নদী পারের বাসিন্দারা। নদীপাড়ে জল ঢুকে যাওয়ায় তাদের বাদাম চাষের জমি নষ্ট হয়ে গেছে। ফলে মাথায় হাত কৃষকদের।
জলপাইগুড়ি জেলার বৃষ্টি পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ত্রিপল, শুকনো খাবার সব মজুত করে রাখা হয়েছে। ব্লক গুলিকে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। নদী সংলগ্ন বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টি পাতের পরিমান ঃ-

১) জলপাইগুড়ি- ৭২.৯০ মি মি

২) আলিপুর দুয়ার – ১০২.৪০ মি মি

৩) কোচবিহার – ৫২.২০

৪) শিলিগুড়ি -৯০.০০

৫) মাল-২৮.৫০

৬) হাসিমারা-২৩১.০০

৭) বানারহাট – ৮৬.০০

৮) মাথাভাঙা – ৬৭.২০

৯) তুফান গঞ্জ – ১২.২০

১০) ময়নাগুড়ি -১২৫.০০
⭕এদিকে আলিপুরদুয়ারের কালজানি নদীতে লাল সঙ্কেত জারী হয়েছে । গত ২৪ ঘণ্টায়
আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে ১০২.৪০ মিমি। আলিপুরদুয়ার শহরে
৫,৮,১৫,২০, দ্বীপচর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।বিদ্যাসাগর পল্লীতে কোমর জল থাকায় নৌকা নামানো হয়েছে ।
শনিবার সকাল থেকে আলিপুরদুয়ারের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক ও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ।