বৃষ্টিতে বিপর্যস্ত অসহায় গরিবদের ছাতা দান

নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহারে মদনমোহন মন্দিরের সামনে কিছু অসহায় গরিব মানুষ প্রায় সময়ই শুয়ে বা বসে থাকেন।অর্থের অভাবে তাঁরা একটি ছাতা পর্যন্ত কিনতে পারেন না। ছাতার অভাবে তাঁরা অনেকেই ভিজে যায় বৃষ্টিতে।ফলে তাদের কষ্টের শেষ থাকে না। তাই নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষদের
আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হলো শনিবার। আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে এইসব অসহায় গরিব মানুষকে ছাতা তুলে দেওয়ার পাশাপাশি সকলের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়।শনিবার ওই ছাতা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বণিক পরিবার।সমাজসেবী শংকর রায় জানিয়েছেন, এদিনের
সম্পূর্ণ কর্মকাণ্ড ব্যবস্থা করে আস্থা ফাউন্ডেশন সকল সদস্যবৃন্দ।