নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের আয়োজনে এবার মহাসমারোহে স্থানীয় মাইকেল স্কুল প্রাঙ্গণে বসন্ত উৎসব উদযাপন করা হয় । শান্তিনিকেতনের কিছুটা ছোঁয়াও সেখানে ফুটে উঠেছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাউল সম্প্রদায় এবং শিলিগুড়ির বিভিন্ন নৃত্য গোষ্ঠী এই বসন্ত উৎসবের প্রাঙ্গণকে রঙিন করে তুলেছিল। এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সকলে একে অপরকে রাঙিয়ে দিয়ে এই উৎসব মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে শিলিগুড়ির নবনির্বাচিত মেয়র গৌতম দেবকে । চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী , নবনির্বাচিত ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লক্ষী পাল, ৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান মিলি সিনহা, ডেপুটি মেয়র রঞ্জন সরকারকেও ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য, ক্লাব সভাপতি বাবলু পাল, ক্লাবের সহ-সভাপতি কিরণ মজুমদারসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।