নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার ছিল দোল পূর্নিমা।আবার শুক্রবারই ছিলো মুসলিম ধর্মাবলম্বীদের সবেবরাত।এই দুই উৎসবের পুন্য লগ্নে এক ভিন্ন ধর্মী পরিবেশে বসন্ত উৎসব পালিত হয় শিলিগুড়ি এনজেপির সাউথ কলোনি বাজারে। স্থানীয় শ্রীবাস কলোনির বাসিন্দারা সেই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক। পদ্মশ্রী সেখানে সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বার্তা মেলে ধরেন।
সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।একথা স্মরনের পাশাপাশি শিশুরা সেই উৎসবে ব্যতিক্রমী বার্তা মেলে ধরে তাদের নাটকের মাধ্যমে। আমাদের দেশে বহু ভাষা, বহু ধর্ম, কেও হিন্দু কেও মুসলিম, কেওবা খ্রিস্টান, আবার কেও শিখ, জৈন। কিন্তু সবার মূল পরিচয় আমরা ভারতীয়, আমরা মানুষ। শিশুদের মাধ্যমে বসন্ত উৎসবে এই পরিবেশ ফুটিয়ে ওঠে যা খুবই প্রাসঙ্গিক। আমরা বহু রঙে নিজেদের রাঙিয়ে তুলি কিন্তু সব রঙেরই এক কথা প্রেম ও মৈত্রী। বিভেদ নয়, সাম্য, একতা এই দিকগুলো বসন্ত উৎসবে ফুটিয়ে তোলায় আয়োজকদের তারিফ করেন পদ্মশ্রী করিমূল হক।