ওদলাবাড়িতে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ “নৃত্যবীণা নৃত্যাঙ্গন” ডুয়ার্স তথা ওদলাবাড়ির সাংস্কৃতিক জগতের একটি উল্লেখযোগ্য নাম। ওদলাবাড়ির নৃত্যবীণা নৃত্যাঙ্গনের আয়োজনে এবার বসন্ত উৎসবের ১৬ তম বর্ষে ওদলাবাড়ি হাসপাতাল পাড়া ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ।এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে কচিকাচাদের ভিড়ে সকাল থেকেই রঙিন হয়ে উঠেছিল ওদলাবাড়ি হাসপাতাল পাড়ার ময়দান। একে অপরকে রাঙিয়ে দিয়ে সংগীত নৃত্য আবৃতি প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব। অনুষ্ঠান খুবই উপভোগ করেছে এলাকার মানুষ এবং কচিকাঁচা থেকে শুরু করে সকলেই । বিনোদনের এই অভূতপূর্ব অসাধারণ প্রয়াস সম্ভব হয় নৃত্যবীণা নৃত্যাঙ্গনের অধ্যক্ষা বেবি দত্ত চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টা, উদ্যোগ আর সংস্কৃতিপ্রেমী মানুষদের আশির্বাদ ও সহযোগিতায়। এরা শুধু সংস্কৃতি চর্চায় ব্যস্ত থাকে না, তারা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের সঙ্গেও জড়িত রয়েছে। উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষা বিশিষ্ট নৃত্যশিল্পী বেবি দত্ত চক্রবর্তী ও এলাকার বিশিষ্ট সমাজসেবীবৃন্দ।