নিজস্ব প্রতিবেদন : প্রকাশ শ্রেণীতে পড়ে এই শিশু, নাম পীযূষ দে। একেবারে কচি শিশু হতে পারে কিন্তু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্লাস্টিক ম্যান সেজে ও সকলকে বার্তা দিল, প্লাস্টিক একদম ব্যবহার করা যাবে না। এই শিশুর বার্তা থেকে আমাদের মতো বুড়োদের শিক্ষা কতটা হবে তা জানা নেই। তবে নিষ্পাপ শিশু পীযূষ এই বার্তাই দিতে চাইলো যে আগামী পৃথিবীতে ওদেরকে বাঁচতে দিতে হলে একেবারে বন্ধ করে দিতে হবে প্লাস্টিকের ব্যবহার। আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু কন্যা অনুপ্রিয়া ঘোষ গাছ সেজে সকলকে বার্তা দিল, একটি গাছ একটি প্রাণ। কেউ যেন কোথাও গাছ না কাটে। গাছ কাটলে গাছেদেরও কষ্ট হয়। শিশুর এই বার্তা বয়স্কদের হৃদয়ে কতটা প্রবেশ করবে জানা নেই। তবে অনুপ্রিয়া ঘোষ সকলের কানে একটু জল ঢোকাতে চাইলো। রবিবার সুন্দর সাজো প্রতিযোগিতায় এভাবেই শিলিগুড়ি সেবক রোড দুই মাইলের সারদা শিশু তীর্থে বেশ জমজমাট হয়ে উঠলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দিবসকে সামনে রেখে এদিন সকালে প্রথমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ জানিয়েছেন, তারা চান পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা খেলাধুলায় বেশি করে অংশ নিক। তার সঙ্গে মনীষীদের জীবন আদর্শ গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দর করে তুলুক।
রবিবার ১৮ ফেব্রুয়ারি শিলিগুড়ি সারদা শিশু তীর্থ সেবক রোড মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা । ৪৮ টি ইভেন্টে সেখানে প্রায় ৬৪০জন প্রতিযোগী অংশ নেয়।এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর গৌতম কুমার বিশ্বাস, সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া, মুরলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, বিদ্যাভারতী উত্তরবঙ্গের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধিকারী পরিমল রায় কোঙার, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তাল, ৪১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রবি রায়, পূর্ব মেদিনীপুরের দাড়িওয়ালা হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক কুমার মাঝি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল কৃষ্ণ দাস, শ্যামল দত্ত, অনিরুদ্ধ দাস, প্রদীপ সাহা, সুরেন্দ্র কুমার ঝা। এবারের খেলা পরিচালনা ও বিচার করেছেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ৯ জন সদস্য। এদিনের মুখ্য অতিথি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সহ-সম্পাদক বিবেকানন্দ ঘোষ। বিশিষ্ট অতিথিরূপে আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। অভিভাবকদের জন্য ছিল লক্ষ্য পূরণের খেলা। পতাকা অবতরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ সকলকে ধন্যবাদ জানান। খেলাগুলোর মধ্যে ছিল বিভিন্ন বিভাগে দৌড়, কমলালেবু নিয়ে দৌড়, বল নিয়ে দৌড়, মহাপুরুষের ছবি মিলিয়ে দৌড়, অংক কষে দৌড়, লৌহ বল নিক্ষেপ, লং জাম্প, সুন্দর সাজো সহ আরো বহু কিছু। সবমিলিয়ে বিভিন্ন খেলার পরিবেশ ঘিরে বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :