ওয়ার্ড জুড়ে ফুলের টব,ফুলের টবে প্রবীনদের জন্য বিশেষ বার্তা

নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওয়ার্ডের বিভিন্ন স্থানে নানা রকম বৃক্ষরোপণ শুরু করেছেন। ফুলের বড় বড় টবও তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে লাগিয়ে রাখছেন। ফুলের টবে অনেক মূল্যবান বার্তা দেওয়া হচ্ছে। তার মধ্যে একটি হলো—” মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, স্লোগান নয় –হোক সবার হৃদয়ের কথা “। এই বার্তাটি ওয়ার্ডবাসি থেকে পথচারী বিভিন্ন মানুষের নজর কাড়ছে। শুধু বার্তা দেওয়াই নয়, বাস্তবেও রঞ্জনবাবু প্রবীণ নাগরিকদের জন্য কাজ করতে উদ্যোগী হয়েছেন। ওয়ার্ডের আশি বছরের ঊর্ধ্বে বসবাসকারী প্রবীণ নাগরিকদের চিকিৎসার জন্য তিনি একটি নার্সিংহোমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকদের চিকিৎসা যাতে বিনামূল্যে হয় তার জন্য তিনি অনবরত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। জরুরী পরিস্থিতিতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এসে দ্রুত যাতে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারে তার জন্য তিনি মানবিক প্রয়াস নিয়েছেন। এবারে ওয়ার্ড উৎসবে ২২০ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা প্রদান করা হয়। যেসব নাগরিক সম্বর্ধনা নিতে যেতে পারেননি তাদেরকে রঞ্জনবাবু নিজে বাড়ি গিয়ে উত্তরীয়, মিস্টির প্যাকেট তুলে দিয়ে সম্মান প্রদান করেন। গত বছরও প্রবীণ নাগরিকদের রঞ্জনবাবু বিশেষ সন্মান প্রদান করেন। শুধু এসবই নয়,ওয়ার্ড দিয়ে হাঁটাহাটি করার সময় প্রবীনরা কেও ক্লান্তি অনুভব করলে এদিক ওদিক বসে কিছু ক্ষন বিশ্রাম নিতে পারেন। তারজন্য কিছু বিশ্রাম নেওয়ার শেড এবং কংক্রিটের বেঞ্চ তৈরি করে দিয়েছেন তিনি যা সত্যি নজিরবিহীন।
ওয়ার্ডকে সুন্দরভাবে তিনি সাজিয়ে চলেছেন।তাঁর এই কাজে ওয়ার্ডবাসিদের অনেকেই বেশ খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :–