নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর। বুধবার সেই কারনে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সেচ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। শিলিগুড়ি পুর এলাকার ৩৬ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন সেচ মন্ত্রী । এরপর সুভাষপল্লী এবং সব শেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন তিনি । সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের পর মন্ত্রী বলেন, শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী চলতি বছরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বছর শেষে নদী গুলোর আগের হাল ফেরানোর ব্যবস্থা করা হবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ::