করোনায় মৃত পরিবারগুলোর জন্য মানবিক প্রয়াস

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত করোনার সময় যেসব পরিবারে প্রিয় জনের বিয়োগ হয়েছে করোনায় সেই সব পরিবারগুলো এখন অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে যেসব পরিবার গরিব সেই সব পরিবারের অবস্থা আরও করুন। করোনায় প্রিয় জন বিদায় নেওয়ার যন্ত্রণা সেই সব পরিবার ভুলতে পারেনি।সমাজের বহু মানুষও এইসব হতভাগ্য পরিবারগুলোকে মানবিক দৃষ্টিকোন থেকে বিচার করছে না।এরমধ্যেই স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এবং মহানুভব সমাজসেবী তরুণ মাইতি এইসব পরিবারগুলোর প্রতি মানবিক দৃষ্টিকোন থেকে কিছু প্রকল্প নিয়েছেন। করোনায় মৃত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর জন্য কিছু টাকা অর্থ সাহায্য করা হয়েছে। সেই টাকায় যাতে তাঁরা কিছু একটা করে স্বনির্ভর হতে পারে তার প্রয়াস নেওয়া হয়েছে। ৩৫জন হতভাগ্য পরিবারকে তাঁরা নিয়মিত রেশন প্রদানের ব্যবস্থা করেছেন বলে তরুনবাবু জানিয়েছেন। তার পাশাপাশি কুড়িজনকে স্বনির্ভরতার রাস্তা দেখানো হয়েছে। বুধবার শিলিগুড়ি এনজেপি গেট বাজারের যুব ভারতীতে এসব নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়।তাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যোগ দেয়। সেখানে মানসিক স্বাস্থ্য নিয়েও তারা আলোচনা করেন বলে তরুনবাবু জানিয়েছেন