নেতাজির জন্মদিনে গুনীজন সংবর্ধনা শিলিগুড়ি দাগাপুরে

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ২৩শে জানুয়ারি বর্ষ সেরা সম্মাননা সভার আয়োজন করা হয়েছে শিলিগুড়ি শহর লাগোয়া দাগাপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজে। রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন এন্ড হেল্থ ইমপ্রুভমেন্ট সোসাইটি এবং উত্তরের সাহিত্য ও ভ্রমন অনলাইন পত্রিকা ওই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। নেতাজির স্বাধীনতার চেতনা বোধকে বুকে নিয়ে, দেশ ও বিশ্বপ্রেমের আদর্শকে মাথায় নিয়ে বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী এক অণুজীবের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে ওই অনুষ্ঠানের আয়োজন। রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশন এন্ড হেল্থ ইমপ্রুভমেন্ট সোসাইটি থেকে সমাজসেবী ও শিল্পী বিপ্লব কুমার মন্ডল জানিয়েছেন, তাঁরা ওই দিন প্রিয় নেতাজীর ছবিকে সামনে রেখে একটি ছোট্ট পদযাত্রার আয়োজন করবেন।তার সাথে পথ চলতি মাস্ক বিহীন সকল মানুষকে মাস্ক ও স্যানিটাইজার প্রদান করবেন। উত্তরের সাহিত্য ও ভ্রমন অনলাইন পত্রিকার সম্পাদক উত্তম দত্ত জানিয়েছেন, করোনা পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁরা কয়েকজন সাংবাদিককে সেদিন সংবর্ধনা জানাবেন।