নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি এবছর পিছিয়ে পড়াদের জন্য এক অন্যরকম কর্মসূচি গ্রহণ করল। আগামী 26 এবং 27 জানুয়ারি শিলিগুড়ি হিলকার্ট রোডে সকাল 10 টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পিছিয়ে পড়া সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হবে শাড়ি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, কুর্তি, ব্লেজার, কম্বল, চুড়িদার,বই, খাতা, জুতো সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী। হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে সমিতিকি সেবা দেওয়ার। শনিবার শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি অফিসে এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির খবর দেন সমিতির সভাপতি তিলক চাঁদ আগারওয়াল এবং সাধারণ সম্পাদক সনৎ ভৌমিক। সেসময় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিজয় গুপ্তা, ওই প্রকল্পের চেয়ারম্যান সুরেশ সিনহল, উপদেষ্টা কমিটির সভাপতি অশোক আগরওয়ালা সহ সমিতির কর্মকর্তাদের মধ্যে লিটন দত্ত, প্রদীপ আগারওয়ালা, সঞ্জয় দাস, স্নেহলতা শর্মা, দীপঙ্কর পাল প্রমু। সম্পাদক সনৎ ভৌমিক জানিয়েছেন, 26 এবং 27 জানুয়ারি দুদিন ধরে চলবে তাদের এই কর্মসূচি। সমিতির সদস্যরাই তাদের সব পুরনো জামাকাপড় ইত্যাদি জমা দিয়েছেন। এখন পর্যন্ত এরকম স্টক তৈরি হয়েছে 4000। তারা আশা করছেন দুই-একদিনের মধ্যে স্টক 5000 এ পৌঁছে যাবে। 26 তারিখ সকাল থেকেই ব্যবসায়ী সমিতির অফিস ওঝা মেনশন থেকে মিত্র সম্মিলনী পর্যন্ত ব্যারিকেড করে বিরাট প্যান্ডেল তৈরি হয়ে যাবে। সেখানেই তারা পিছিয়ে পড়া সাধারণ মানুষদের দুটি করে কূপন দেবেন। সেই কূপন দিয়ে প্রত্যেকে দুটো করে সামগ্রী সেখান থেকে গ্রহণ করতে পারবেন। থরে থরে প্যান্ডেলের সামনে সব জিনিসপত্র সাজানো থাকবে। গরিব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সাধারণতন্ত্র দিবসের দিন হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির এ এক অন্যরকম মানবিক ও সামাজিক কর্মসূচি।