শিলিগুড়ি ফুটবল লীগে চ্যাম্পিয়ন তরুন তীর্থ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লীগের চূড়ান্ত পর্বের খেলায় শনিবার শিলিগুড়ি ভারত নগরের তরুন তীর্থ ক্লাব টাইব্রেকারে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে হারিয়ে এবছরের ফুটবল লীগের চ্যাম্পিয়ন হলো। নির্ধারিত সময়ে খেলা এক এক গোলে অমীমাংসিত থেকে যায়। এরপর টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয়। চূড়ান্ত পর্বের এই খেলার পর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার, মহকুমা ক্রীড়া পরিষদের সভাপতি নান্টু পাল, সম্পাদক কুন্তল গোস্বামী, শিলিগুড়ি রেফারিজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের সহ সম্পাদক রানা দে সরকার প্রমুখ।