একসময় নিজে একটি জার্সি কিনতে পারেননি,আজ জাতীয় স্তরের ফুটবলার হওয়ার পর নিজেই ক্রীড়া পোশাকের দোকান খুললেন এই খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদন ঃ শৈশব থেকেই তিনি মাঠে দৌড়াতেন ফুটবল নিয়ে। বড় হয়ে জাতীয় স্তরে ফুটবলও খেলেছেন।এমনকি ভালো ফুটবল খেলার জন্য বি এস এফেও চাকরি পান।বর্তমানে বি এস এফের ফুটবল কোচ হিসাবে কর্মরত। খেলাধূলার সঙ্গে সঙ্গে তিনি সমাজসেবামূলক কাজও করেন।শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির কর্নধারও তিনি। বহু গরিব মানুষকে তিনি সহায়তা করেন। এরমধ্যেই বৃহস্পতিবার তিনি খেলাধূলার বিভিন্ন পোশাক বিপণনের জন্য খুললেন একটি শো রুম।এদিন শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে সংহতি মোড়ের কাছে সেই বিপণন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত, ফুটবল প্রশিক্ষক দেবব্রত ঘোষ,
জাতীয় খেলোয়াড় মনজিত সিং,শিব নরেশ এর মার্কেটিং ম্যানেজার কে বি মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। দোকানের নাম শিবম স্পোর্টস। খেলাধূলার পোষাক, জুতোতে দেশ ব্যাপী নাম রয়েছে শিব নরেশ এবং ট্রেঞ্জ কোম্পানির। সেই দুই কোম্পানির সবরকম ক্রীড়া পোশাক সেখানে রাখা হচ্ছে বলে কর্নধার নবকুমার বসাক জানিয়েছেন। নবকুমারবাবু বলেন,যেসব দুঃস্থ অথচ প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদের পাশে তাঁরা সবসময় থাকবেন। হতদরিদ্র উঠতি খেলোয়াড়দের তাঁরা বিভিন্ন রকম সহায়তা করবেন।শৈশবে অর্থের অভাবে নবকুমার খেলার জন্য একটি জার্সি কিনতে পারতেন না,আর্থিক প্রতিকূলতার মধ্যেও খেলা চালিয়ে জাতীয় স্তরে বাংলার সুনাম উঁচুতে মেলে ধরেছেন। আর আজ তাই নামী কোম্পানির ক্রীড়া পোশাকের শো রুম খেলে হতদরিদ্র খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর এক মহৎ ব্রত নিয়েছেন। নবকুমারের এই মহতি প্রয়াসের প্রশংসা দিকে দিকে ছড়িয়ে পড়ছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —