দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরন ছাড়াও বিভিন্ন মানবিক কর্মসূচি নিয়ে বিশ্বকর্মা পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ পুজো মানে মানুষের সেবা।তাই একদিকে যখন পুজো চলে অপরদিকে চলে রক্ত দান শিবির। তার সঙ্গে বিনামূল্যে গরিব মানুষদের স্বাস্থ্য পরীক্ষা এবং দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরন কর্মসূচি চলে। বিশ্বকর্মা পুজোর দিনে বছরের পর বছর ধরে এভাবেই মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে আসছেন শিলিগুড়ি জ্যোতিনগর বিনয় চৌধুরী সরনির সমাজসেবী অপূর্ব ঘোষ।শনিবারের বিশ্বকর্মা পুজোর দিনেও সেই মানবিক কর্মসূচি অব্যাহত রাখলেন অপূর্ববাবু।তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ার,ইলেকট্রোগ্রুপের কর্নধার। এদিন সকালে সেভক রোড পাওয়ার হাউস লাগোয়া জ্যোতিনগরের বিনয় চৌধুরী সরনিতে নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মা পুজো শুরু হয়।তার সঙ্গে বিনামূল্যে দুঃস্থ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়। বিনামূল্যে দুঃস্থ মানুষদের চোখ পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। এরসঙ্গে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির চলতে থাকে। তাছাড়া লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ডিগনিটির সহায়তায় চলে শাড়ি বিতরন। এইরকম সামাজিক কর্মসূচির প্রধান আয়োজক অপূর্ব ঘোষ বলেন, এদিন পুজোর সঙ্গে সামাজিক কর্মসূচি পালনের সময় সকলের মধ্যে প্রসাদও বিলি করা হয়। সকলকে পেট পুরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আসলে মানুষের সেবাই প্রকৃত পুজো।
পদ্মশ্রী করিমূল হক অপূর্ববাবুর সেই মানবিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন। এই মানবিক ও সামাজিক কর্মসূচির তারিফ করেন পদ্মশ্রী।