জলপাইগুড়িতে আটা দিয়ে দুর্গা প্রতিমা স্কুল পড়ুয়ার

নিজস্ব প্রতিবেদনঃপূজার এখনো প্রায় মাস দুয়েক বাকি। তবে করোনা আবহে এবারো হয়তো পূজা সেরকম জাঁকজমকপূর্ণ হবে না।
তবে এই করোনার সময়ে জলপাইগুড়ি শহরের এক ক্ষুদে স্কুল পড়ুয়া আটা দিয়ে প্রতিমা তৈরি করেছে। যা দেখতে শহর জুড়ে হইচই। উল্লেখ্য করোনার কারণে প্রায় দীর্ঘদিন থেকেই বিদ্যালয় বন্ধ। আর সেই সুযোগটিকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে এক শিশু। জলপাইগুড়ি বোস পাড়ার ক্ষুদে প্রতিভাবান কিশোর দীপ্ত চন্দ্র। ওর বয়স মাত্র ৭ বছর। আর এই বয়সেই সে আটা ময়দা দিয়ে এক আঙুল মাপের দুর্গা, কালি প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। জলপাইগুড়ি শিশু নিকেতন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সে। গত তিন মাস ধরে বাড়িতে পড়াশোনার ফাকে ফাকে বসে এই ধরনের প্রতিমা তৈরি করে সকলের মনে তাক লাগিয়েছে দীপ্ত।দীপ্তর কথায়, এখন বিদ্যালয় বন্ধ। তাই অনেক সময় । তাছাড়া পড়াশোনার চাপও কম। এই অবসর সময়ে আটা ময়দা ও রং দিয়ে এই ধরনের ক্ষুদ্র প্রতিমা তৈরি করার চেষ্টা করছি। যদিও এই বারই প্রথম তৈরি করছি এই প্রতিমাগুলো।
আর বাড়ির ছোট্ট শিশুর এহেন প্রতিভা দেখে অবাক বাড়ির সদস্যরা।