নিজস্ব প্রতিবেদন ঃ ১৯৯৫ থেকে শুরু বন্ধুত্ব। বন্ধুত্বের কেন্দ্রে শিলিগুড়ি কলেজের ভূগোল বিভাগ। শিলিগুড়ির গৌতম, দীপঙ্কর, অতনু, অর্পিতা,সঞ্চিতা,জয়া, সংঘমিত্রা, তরুণ, মনোরঞ্জনরা তৈরি ছিল। বালুরঘাট থেকে সকালে রওনা দিয়ে শিলিগুড়ি পৌঁছে গেল তুহিন। আগেই ঠিক ছিল দেখা হবে, যেখানে শেষ দেখা হয়েছিল ওদের। আগেই বলা ছিল শিলিগুড়ি কলেজের ভূগোল বিভাগের ম্যাডাম নিমা ডোমা লামাকে। ম্যাডামও ওদের দিলেন সারপ্রাইজ। ওদের সামনে এগিয়ে দিলেন শিলিগুড়ি কলেজের ভূগোল বিভাগের ‘ওয়েলকাম হোম’ কেক। অতনু যেমন বলেই দিলো – ম্যাডাম, চোখে জল এল। তারপর তারা একসাথে কেক কাটলো, পঁচিশ বছর আগের গল্প করলো।
পরে পঁচিশ বছরের বন্ধুত্বের উদযাপনকে স্মরণীয় করে রাখতে বকুল গাছও রোপণ করলো ওরা। শেষে সবাই সবাইকে বললো আবার দেখা হবে। যতই বিপদ আসুক। আমরা পাশে থাকবো।