শ্রী অরবিন্দ এবং শ্রী মায়ের মূল্যবান সব বইয়ের সঙ্গে শুরু গীতা জ্ঞান প্রবাহ

নিজস্ব প্রতিবেদন ঃ সেখানে শ্রী অরবিন্দের অনেক বই রয়েছে। সেখানে শ্রী অরবিন্দের লেখা গীতা, যোগ দর্শন,শ্রী মায়ের ওপর অনেক বই রয়েছে। সেই সব বই মানুষের জীবনের অশান্তি দূর করতে পারে। শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার থেকে সোমানি মিল কম্পাউন্ডের তেরাপন্থ ভবনে শুরু হয়েছে শ্রীমদ্ভাগবত গীতা জ্ঞান প্রবাহ। শ্রীঅরবিন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে শুরু হয়েছে এই গীতা আলোচনা। শ্রীঅরবিন্দের দৃষ্টিতে মানব জীবন এবং গীতার যোগ নিয়ে সেখানে আলোচনা করছেন হরিদ্বারের আচার্য শ্রী অখিলেশ্বর ভরদ্বাজ মহাশয়।সেই আলোচনাসভার ঘরেই রয়েছে শ্রীঅরবিন্দ এবং শ্রী মায়ের অনেক বই।শিলিগুড়ি ডিভাইন লাইফ ফাউন্ডেশনের অন্যতম কর্নধার তথা বিশিষ্ট অরবিন্দ অনুরাগী ও সমাজসেবী সঞ্জয় গোলেচা সোমবার সেই প্রবচন শুরুর আগে জানিয়েছেন, ২৩শে জুলাই পর্যন্ত চলবে এই সৎ সঙ্গের অনুষ্ঠান। মানুষের ভিতরের আত্মিক বিকাশের জন্য এই ধরনের সৎ সঙ্গ অত্যন্ত জরুরি। তিনি আগামী দিনগুলোয় এই আলোচনায় উপস্থিত হওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। অনুষ্ঠানে বাইক এম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমূল হকও বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন আরও অনেকে। ডিভাইন লাইফ ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি দিলীপ আগরওয়ালা কিছু সময়ের জন্য অনুষ্ঠান সঞ্চালনা করেন। ২৩ জুলাই বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই আধ্যাত্মিক আলোচনা হবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে একটি করে শ্রীমদ্ভাগবত গীতা তুলে দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —