![IMG_20220718_112045](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220718_112045-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ ১৭৬৫ সালে লেপচারা দার্জিলিং মহাকাল পর্বতে সর্বপ্রথম বৌদ্ধ মন্দির নির্মান করেন।এমন্দিরটির নাম ছিল দোরজেলিং মন্দির।দোরজেলিং এক তিব্বতীয় শব্দ, এর অর্থ হলো বজ্রদীপ।দোরজেলিং মন্দিরের নামানুসারে সমগ্র অঞ্চলটি দোরজেলিং নামে পরিচিত ছিল। আজও দার্জিলিং শহরের তামাং মন্দিরের নাম লেখা আছে,তাসি দোরজেলিং মন্দির। সুতরাং বৌদ্ধ ধর্ম এঅঞ্চলের প্রাচীনতম ধর্ম। এরকম তথ্য ছাড়াও বৌদ্ধ ধর্ম নিয়ে আরও অনেক তথ্য রয়েছে সেই বইতে।বইটির নাম উত্তরবঙ্গের বৌদ্ধ ধর্ম, সংস্কৃতি ও ইতিহাস। বইয়ের লেখক শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া। রবিবার ১৭ জুলাই দেবপ্রিয়বাবুর স্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী ছিলো। সেই মৃত্যু বার্ষিকীতে এদিন বইটি প্রকাশ করেন দেবপ্রিয়বাবু।দেশের বিভিন্ন প্রান্ত থেকে এদিন বৌদ্ধ সন্নাসীরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁরা সকলেই জানান,বৌদ্ধ ধর্ম নিয়ে ওই বই একটি গবেষণাধর্মী বই। বৌদ্ধ ধর্ম নিয়ে অনেক মূল্যবান তথ্য রয়েছে সেই বইতে।বইয়ের মধ্যে বৌদ্ধদের বড়ুয়া সম্প্রদায়ের বিয়ে বা তাদের সংস্কৃতি নিয়ে অনেক কিছুই মেলে ধরা হয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)