![IMG_20220718_112112](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220718_112112-678x381.jpg)
- নিজস্ব প্রতিবেদন ঃআগামী ২১শে জুলাই তৃনমুল কংগ্রেসের শহিদ দিবস। ওই বিশেষ দিনকে সামনে রেখে রবিবার ১৭ জুলাই শিলিগুড়ি হায়দরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজন করে ৩৯ নম্বর ওয়ার্ড তৃনমুল কংগ্রেস।শিলিগুড়ি তরাই ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর পিংকি সাহা, তাঁর স্বামী বিবেকানন্দ সাহা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। ওই একই অনুষ্ঠানের পাশে প্রাথমিক বিদ্যালয় চত্বরেই শিলিগুড়ি ডিভাইন টাচ ওয়েলফেয়ার অর্গানাইজেশন অরন্য সপ্তাহকে সামনে রেখে গাছের চারা বিতরণ করে। গাছের চারা বিতরণের এই কর্মসূচিতে সহযোগিতা করে ৩৯ নম্বর ওয়ার্ড তৃনমুল কাউন্সিলর পিংকি সাহা।