![IMG_20220718_112157](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220718_112157-678x381.jpg)
- নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গে চলতে থাকা তীব্র গরমকে উপেক্ষা করে “অরণ্য সপ্তাহ” উপলক্ষ্যে শিবমন্দির স্থিত” ধরিত্রী” সংগঠনের তরফে রবিবার ১৭ জুলাই
শিবমন্দির সৎসঙ্গ বিহার ও আনন্দ মার্গ স্কুল প্রাঙ্গণে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয় নানা বয়সের বিভিন্ন জনদের উপস্থিতিতে।জারুল,নিম, লিচু চালতা ইত্যাদি ধরনের চারা রোপণ করা হয় ধরিত্রীর তরফে।
কয়েকজনের হাতে চারা তুলে দেওয়া হয় নিজ নিজ বাড়ীতে চারা রোপণ করতে।
গত ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যেও ধরিত্রীর তরফে বেশ কিছু চারা রোপণ করা হয় শিবমন্দির মেডিকেল মোড় স্থিত কালী মন্দির ও ক্লাব সংলগ্ন স্থানে।
ধরিত্রীর তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ডঃ দিলীপ রায় চৌধুরী, সম্পাদক সুনীল সরকার, সহ-সম্পাদক সজল কুমার গুহ,অন্যতম পরামর্শদাতা গৌতম বন্দোপাধ্যায়, শিক্ষক দুলাল দত্ত, অশোক ভৌমিক, প্রদীপ সরকার প্রমুখ।