শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে রক্তদান

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রেফরিজ এন্ড আম্পায়ার্স এসোসিয়েশনের উদ্যোগে রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্ক। প্রয়াত নিখিল চক্রবর্তী, গৌতম গুহ, সঞ্জিত সাহা এবং বিকাশ লামা স্মরনে এই রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। এদিন বিকালে সংগঠনের তরফে প্রয়াত সদস্যদের স্মরনে শোকসভা বা স্মরনসভাও অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতেও এই রক্তদান বিশেষ তাৎপর্যপূর্ন হয়ে ওঠে। শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তথা বঙ্গ রত্ন ভারতী ঘোষ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ রক্ত দাতাদের উৎসাহিত করবার পাশাপাশি এই ধরনের শিবির আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিধায়ক শঙ্কর ঘোষ, এসএমকেপির কার্যকরী সভাপতি নান্টু পাল, সম্পাদক কুন্তল গোস্বামী, ভেটারেন্স এন্ড প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি কালু চন্দ, সম্পাদক স্বপন দে প্রমুখ উপস্থিত ছিলেন। রক্ত দান শিবির থেকে মোট ৩৫ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
শিলিগুড়ি থানার আইসিও অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্ত দাতাদের উৎসাহিত করেন