শিলিগুড়ি ইসকনে সাধুদের রক্ত দান

নিজস্ব প্রতিবেদন ঃ রথ যাত্রা এবং ইসকন প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৫ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে রবিবার শিলিগুড়ি ইসকন মন্দিরে রক্ত দান করলেন ইসকন সাধুরা।রোটারি ক্লাবের সহযোগিতায় ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিশিষ্ট পুলিশ অফিসার আই পি এস তথা ডি আই জি অমিত পি জাভালগি সেখানে সশরীরে উপস্থিত হয়ে রক্ত দান করেন। সাধন ভজনের পাশাপাশি সাধুদের যে সামাজিক ও মানবিক কর্তব্য রয়েছে তা এদিন বেশ ভালো কর বুঝিয়ে দেন শিলিগুড়ি ইসকনের সাধুরা। ইসকনের স্থানীয় জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, তিনি সেখানে রক্ত দান করার পাশাপাশি অন্যদেরও রক্ত দানে উদ্বুদ্ধ করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে সকলকে এগিয়ে আসা প্রয়োজন বলে নামকৃষ্ণ দাস জানিয়েছেন। নকশালবাড়ির পুলিশ সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকারও সেখানে রক্ত দান করেন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয় চক্রবর্তী, ইসকনের স্থানীয় সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস প্রমুখ উপস্থিত ছিলেন। নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শীঘ্রই তাঁরা মন্দির চত্বরে বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারও শুরু করতে চলেছেন। বিনা পয়সায় বা একশ টাকার বিনিময়ে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাতে পারবেন সাধারণ মানুষ। যাঁরা নামী ডাক্তারদের চেম্বারে পাঁচশ বা সাতশ আটশো টাকা ভিজিট দিয়ে দেখাতে পারেন না তাদের জন্য ওই ব্যবস্থা শুরু হবে ইসকনে।মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহে পুজো বা ভক্ত শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এবার ডাক্তারও দেখাতে পারবেন।