নিজস্ব সংবাদদাতাঃদক্ষিণ দিনাজপুর জেলা আদালতে একসঙ্গে ৩৪ জন কর্মীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী ১৯ তারিখ পর্যন্ত কোর্টের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। অবশ্য ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ শুনানি এবং প্রতিদিনকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাজ চলছে। কিন্তু তারপরেও একসঙ্গে ৩৪জন আদালতের আইনজীবী ও কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনার জেরে আইনজীবীদের একাংশ আতঙ্কিত।
দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ১১৮ জনের সোয়াব টেষ্টের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে মালদা মেডিক্যাল কলেজ থেকে। এরমধ্যে শুধুমাত্র বালুরঘাট শহরেই ৫৪ জন আক্রান্ত। যারমধ্যে বালুরঘাট আদালতের ৩৪ জন রয়েছেন।