![IMG_20220618_101630](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220618_101630-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ হাতে অর্থ থাকলেই হয় না,অর্থের সঠিক ব্যবহার করতে হয়।অর্থ অনেকেরই রয়েছে কিন্তু অনেকেই সে অর্থ মদ্যপান, ডান্স বার বা সিংঙ্গিং বারে ব্যয় করে। আবার অনেকে অর্থকে সৎ উদ্দেশ্যে এমনভাবে ব্যয় করেন যে সেই অর্থ অর্থবহ হয়ে ওঠে।
ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন এমনই কিছু কাজ করলো যা সংবাদে উঠে এলো।
ডুয়ার্সের ক্রান্তির রাজাডাঙাতে রয়েছে পদ্মশ্রী করিমূল হকের মানব সেবা সদন হাসপাতাল।সেই হাসপাতালে রোগী সাধারণের স্বার্থে দুটি চিকিৎসা কক্ষ তৈরি করে দিলো শিলিগুড়ির ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন। তার সঙ্গে মেয়েদের স্বনির্ভরতার জন্য তিনটি সেলাই মেনে তারা প্রদান করলো।
অর্থকে এমন সৎ এবং মানব সেবার উদ্দেশ্যে ব্যয় করায় ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন এর ভূয়সী প্রশংসা করেন পদ্মশ্রী করিমূল হক।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)