নিজস্ব প্রতিবেদন ঃ অনবরত বৃষ্টির জেরে ডুয়ার্সের হাসিমারা ঝোরার ভাঙন অব্যাহত। স্থানটি জয়ঁগার ছোটো মেচিয়াবস্তি এলাকায়। শুক্রবার হাসিমারা ঝোরা ভাঙ্গনের জেরে নতুন করে ক্ষতিগ্রস্ত হয় ছয়টি ঘর । এখন পর্যন্ত হাসিমারা ঝোরা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৪ টি ঘর । ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে হাসিমারা ঝোরা । জয়ঁগা এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই এলাকায় জরুরিভিত্তিতে কাজ করা হচ্ছে।শুক্রবার সেই এলাকা পরিদর্শনে যান জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, জয়ঁগা এক গ্ৰাম পঞ্চায়েত প্রধান কমল পাখরিন । জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, প্রাকৃতিক দূর্যোগের মোকাবেলা সবাই মিলে করা হচ্ছে।