শিলিগুড়ি নিষিদ্ধ পল্লীতে ত্রান বিতরন

নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্য সরকারের তরফে সমাজের অত্যন্ত প্রান্তিক স্তরের মানুষদের খাদ্য বিতরণ শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার শিলিগুড়ি নিষিদ্ধ পল্লীতে যৌন কর্মীদের মধ্যে চাল, আলু বিতরন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটির মাধ্যমে এদিন ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সমাজসেবী তরুণ মাইতি জানিয়েছেন, এর আগেও রাজ্য সরকার পুজোর সময় ওইসব প্রান্তিক মহিলাদের মধ্যে শাড়ি বিতরন করে। করোনার জেরে তাদের সকলের অবস্থা সঙ্গীন। রাজ্য সরকার তাই মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করছে। অপরদিকে এইচ আই ভি আক্রান্তদের মধ্যেও রাজ্য সরকার বিলি করছে খাদ্য। এদিন সমাজসেবী তরুণ মাইতি জানিয়েছেন, রাজ্যসরকার প্রদত্ত ত্রান সামগ্রী তাঁরা মহকুমা শাসকের কাছ থেকে গ্রহণ করে তা বিলি করছেন। এদিন যৌন পল্লীতে তিনশ চব্বিশ জনের মধ্যে চাল, আলু বিতরন করা হয়।