নকশালবাড়ি কবিতা ক্লাবের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাহিত্য-সংস্কৃতি গোষ্ঠী ‘কবিতা ক্লাব’ এর ব্যবস্থাপনায় ১৭ ই এপ্রিল ২০২২ রবিবার বেঙ্গাইজোত স্কুলের হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য ও সংস্কৃতির অনুষ্ঠান।অনুষ্ঠান সেজে উঠেছিল কবিতা-গান-গদ্য ও সুরের ভূষণে।অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিখিলেশ রায় ,অধ্যাপক সূর্য লামা ,প্রাক্তন শিক্ষক ও ধিমাল সাহিত্যিক গর্জেন কুমার মল্লিক এবং কবিতা ক্লাবের সভাপতি-শিক্ষক সমীর পাল।এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন টুম্পা ঘোষ,গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর তোলে শিশু শিল্পী অরিত্র বোস ও শুভজিৎ দত্ত,অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ও স্বরচিত কবিতাপাঠ করেন কবিতা ক্লাবের সহ সম্পাদক তথা শিক্ষক শুভজিৎ বোস,জীবনানন্দ সম্বন্ধে মূল্যবান বক্তব্য দান ও স্বরচিত কবিতা পাঠ করেন নিখিলেশ রায়।স্বরচিত কবিতাপাঠে আরও যারা অংশ নেন তারা ছিলেন – পবিত্র পাল,সমীর পাল,শিখা রায় বর্মণ,গর্জন কুমার মল্লিক,নেপালি কবি দিয়াকরি শর্মা,ধিমাল কবি প্রতিমা সিংহ মল্লিক এবং রাজবংশী তথা বাংলা কবি প্রতিছা বর্মণ।সঙ্গীতে আরও যারা সুর গেঁথেছেন তারা হলেন ভাওয়াইয়া ও লোকগীতি শিল্পী সুমন বর্মণ ও ঝর্ণা বর্মণ।কবি জীবনানন্দের কবিতা ও গানের সাথে গীতি আলেখ্য পরিবেশন করেন টুম্পা ঘোষ ও কিরণ ঘোষ।অনুষ্ঠানের বিশেষ অতিথি সূর্য লামা ওনার সুন্দর বক্তব্য পেশ করে অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন কিরণ ঘোষ।কবিতা ক্লাবের সভাপতি সমীর পাল অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেন ওনার সর্বশেষ বক্তব্যের মাধ্যমে।সব শেষে কবিতা ক্লাবের সম্পাদক নৃপেন বর্মণের সমাপ্তি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।কবিতা ক্লাবের পক্ষ থেকে বলা হয় এই গোষ্ঠীর অনেক কিছু সাহিত্য ভাবনা রয়েছে।