নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার নরোত্তম গৌড়ীয় মঠে শুক্রবার সকাল থেকে দোল পূর্নিমা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও উদযাপিত হয় এদিন।মঠের প্রধান স্বামী ভক্তিনিলয় জনার্দন জানিয়েছেন, দোল পূর্নিমা উপলক্ষে ভজন কীর্তন ছাড়া ভাগবতপাঠ শুরু হয়েছে