শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা কেন কম ঋন গ্রহণ করছে, জানতে সমীক্ষা রিজার্ভ ব্যাঙ্কের

নিজস্ব প্রতিবেদন ঃ করোনাকালীন সময়ে ব্যবসাবানিজ্য মন্দা হলেও শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় অনেক ক্ষুদ্র শিল্পোদ্যোগী ব্যাঙ্ক থেকে ঋন গ্রহণ করছেন না। শিল্প কারখানাকে এগিয়ে দিতে সরকার বিভিন্ন প্রকল্পে ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের ঋন দিতে চাইলেও দার্জিলিং জেলায় ব্যাঙ্ক ঋন গ্রহনের হার কম, কিন্তু কেন এই অবস্থা, কোন সমস্যার কারনে ঋন গ্রহনে পিছিয়ে তারা তা নিয়ে খোদ রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সমীক্ষা শুরু করলো। শুক্রবার শিলিগুড়ি সেভক রোডের শিল্প তালুকে শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এনিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিলিগুড়ির বিভিন্ন ক্ষুদ্র শিল্পোদ্যোগী উপস্থিত হন। আর তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো সংগ্রহ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।এরজন্য কলকাতা থেকেও ব্যাঙ্কের আধিকারিকরা উপস্থিত হন। উত্তরবঙ্গের ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস এই শিবিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেখানে উপস্থিত শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল সরকার, বড়ুয়া এন্ড কোম্পানির অভিজিৎ বড়ুয়া প্রমুখ তাদের বক্তব্য জানান।আবার লিড ব্যাঙ্কের ম্যানেজার রোশন কুমার, রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক এস কে শর্মা, এমএসএমই দপ্তরের সহকারী অধিকর্তা টি কে ব্যানার্জী প্রমুখ ওই অনুষ্ঠান বা সমীক্ষা শিবির সম্পর্কে জানিয়েছেন, মূলত ক্ষুদ্র শিল্পকে এগিয়ে দেওয়ার মৌলিক ভাবনাই কাজ করছে এই সমীক্ষা শিবির থেকে।