উত্তরায়নে বহু গাছ নষ্ট, ধ্বংস বহু পাখির বাসা, এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন ঃ মাটিগাড়ার উত্তরায়ন উপনগরীতে ব্যাপকভাবে সবুজ হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। তাঁরা এনিয়ে ক্ষোভও জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্তও চাইছেন তাঁরা।যাঁরা সবুজায়ন নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা চাইছেন। তাদের বক্তব্য, সম্প্রতি এলাকায় প্রচুর গাছ নষ্ট করা হয়েছে। প্রচুর গাছ হত্যার পাশাপাশি বহু পাখির বাসা নষ্ট করে দেওয়া হয়েছে। পৃথিবী জুড়ে যখন উষ্ণায়ন শুরু হয়েছে তখন এভাবে গাছ ধ্বংস করার অত্যন্ত অন্যায় একটি কাজ হয়েছে। বাস্তু তন্ত্র এতে ভীষনভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সমস্ত মানুষকে গাছ ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ তোলার আবেদনও জানিয়েছেন স্থানীয়রা।