
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ এবছর মায়ের পুজো শুধু করুন, উৎসব সামনের বছর করবেন। আলিপুরদুয়ারে এসে পুজো কমিটির উদ্যোক্তাদের একথা জানালেন উত্তরবঙ্গের কোভিড ১৯ এর ওএসডি ডাঃ সুশান্ত রায়। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ার জেলার পুজো উদ্যোক্তা ও জেলা প্রশাসনের কর্তাদের দিয়ে বৈঠক করেন ওএসডি ডাঃ সুশান্ত রায়

তিনি জানান, প্রতিবছর আমরা পরিবারের সাথে পুজো ঘুরতে বেরোই কিন্ত এবছর ঘরে থাকুন। নিজের পাড়ার পুজোতে গিয়ে পুজো করে ঘরে চলে আসুন এবং টিভির মাধ্যমে অন্যান্য পুজোগুলো দেখুন । ডাঃ সুশান্ত রায় জানান, প্রচুর উপসর্গহীন করোনা আক্রান্ত ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেরা জানেনা সে আক্রান্ত এবং তাদের থেকে ছড়াচ্ছে । তাই পুজো মণ্ডপগুলোতে এবছর একদম ভিড় করা যাবেনা । ডাঃ সুশান্ত রায় এদিন আরো জানান, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কিন্ত বেড পাওয়া যাবে না হাসপাতালে, যত বেডের সংখ্যা বৃদ্ধি করি কিছুই হবেনা । তাই এবছর সবাই পুজো করুন কিন্ত উৎসব সামনের বছর করুন এবছর না ।