করোনার আবহে দীর্ঘ লকডাউনে দেবী দুর্গার অভিনব মাইক্রো মূর্তি

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ একটি রুল পেন্সিলের গ্রাফাইট লিডে আত্মপ্রকাশ করেছে সপরিবারের চিন্ময়ী।করোনার আবহে দীর্ঘ লকডাউন চলার সময়, দেবী দুর্গার ওই অভিনব মাইক্রো মূর্তি সাকার হয়েছে আলিপুরদুয়ারের শিল্পী বিকাশ বসাকের হাতে ধরে।

জন্ম থেকেই শিল্পসৃষ্টির এক অসাধারণ গুনের অধিকারি পেশায় বেসরকারি স্কুলের ওই শিক্ষক।কখনও সাবান,কখনও চক আবার কখনও নারকেল দিয়ে মন করলেই ফুটিয়ে তোলেন নানান কারুকৃতি।তবে সময়ের অভাবে সব সময় রং-তুলি আর ক্যানভাস নিয়ে বসা হয়ে ওঠে না তাঁর।কিন্তু করোনা অতিমারির আতঙ্কে দীর্ঘ লকডাউন শিল্পীর মানস নেত্রকে খুলে দেওয়ার এক অপার সুযোগ এনে দিয়েছিল।তাতেই উৎসাহী হয়ে বিকাশ এবার একটি ছোট্টো রুল পেন্সিলে তিলে তিলে গড়ে তুলেছেন উমা মায়ের পারিবারিক অবয়ব।