![kmc_20230817_024719](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2023/08/kmc_20230817_024719-678x381.png)
নিজস্ব প্রতিবেদন ঃ স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার ১৫ই আগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত শিলিগুড়ি বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলো আমরা ভারতবাসী। আমরা ভারতবাসীর মূল কর্নধার হলেন সঞ্চালিকা দোলা চক্রবর্তী ঘোষ, তাঁর সঙ্গে মূল সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী নির্মল গাঙ্গুলি, পাঞ্চালি চক্রবর্তী এবং তবলা শিল্পী জয়ন্ত দে। শিশুরা যে দেশ নিয়ে ভাবে,শিশুরা যে সুন্দরভাবে সংস্কৃতি চর্চা করে চলেছে তা ফুটে ওঠে সেই অনুষ্ঠানে।শিশু শিল্পীদের মধ্যে সেখানে সঙ্গীত পরিবেশন করে শ্রীতমা,অনুষ্কা, সঞ্চারী, রাজদীপ, অদৃজা, দেবস্মিতা, ঋষি, রূপকথা, সমৃদ্ধি, ভিনিশা, গুঞ্জা, পল্লবীতা এবং শ্রেয়া হাজরা। বড়দের মধ্যে সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুপম শীল, সত্যব্রত পাল, অর্ণব কুন্ডু, সায়ন রায়চৌধুরী, নির্মল গাঙ্গুলী, বিপ্লব সরকার, পাঞ্চালি চক্রবর্তী, সুপর্ণা পোদ্দার, সঞ্চারী চক্রবর্তী, এলিনা দাশগুপ্ত, সময়তা দত্ত, প্রশান্ত অধিকারী। হারমোনিয়ামে ছিলেন নির্মল গাঙ্গুলী, মিউজিসিয়ান হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবলায় জয়ন্ত দে, গিটারে ফ্রান্সিস, পার্কারসনে মদন গাঙ্গুলী। শিশুদের অভিভাবকদের নিয়ে তৈরি হয়েছিল একটি সংগীতের গ্রুপ, তারাও সেখানে সংগীত পরিবেশন করেন। সেই গ্রুপে ছিলেন মিতালী, শম্পা, পাঞ্চালি, সুপর্ণা, অনামিকা, জয়ন্তী এবং দোলা চক্রবর্তী ঘোষ। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠু ভাবে পরিচালনা করেন দোলা চক্রবর্তী ঘোষ। মাঝখানে তাকে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সোমা দাস এবং নন্দিতা ভৌমিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক পরিতোষ চক্রবর্তী,ওয়ার্ড কাউন্সিলর
সিক্তা দে বসু রায়,
জয় চট্টোপাধ্যায়,নাট্য ব্যক্তিত্ব
দেবপ্রসাদ ঘোষ, কিশোরী শিল্পী
প্রিয়াঙ্কা মহন্ত,
সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সভাপতি মদন ভট্টাচার্য, সদস্য
সৌমেন চক্রবর্তী, লিপি ঘোষ রায়, মিস্টার জোশি।
খবরের ঘন্টা থেকে উপস্থিত ছিলেন বাপি ঘোষ, অর্পিতা দে সরকার, সোমা দাস,নন্দিতা ভৌমিক।
নৃত্যে অংশ নেয় শ্রাবণী ব্যানার্জি।আবার আর একটি নৃত্য পরিচালনা করেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির পারমিতা রাহা।এর বাইরে নৃত্য পরিবেশন করে অঙ্কিতা ভট্টাচার্য।স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দেশপ্রেমের অন্যরকম এক সাংস্কৃতিক বার্তা নিয়ে জমজমাট হয়ে ওঠে শক্তি সোপান ক্লাবের হল ঘর। অনুষ্ঠানের মাধ্যমে সুমিতা ক্যান্সার সোসাইটির হাতে সামাজিক ও মানবিক কাজের জন্য কিছু অর্থ সাহায্য করা হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)