স্বাধীনতা দিবসে বৃক্ষরোপন মালবাজার এস এস বি ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদন ঃ একদিকে দেশপ্রেমের ওপর কবিতা, নৃত্য আরেকদিকে বৃক্ষরোপন এবং গাছের চারা বিলি।সবমিলিয়ে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস সুন্দরভাবে উপহার দিলো স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন। দু’টো ভাগে তাদের অনুষ্ঠানটি হয় মঙ্গলবার। একটি পর্ব ছিলো মালবাজারের শালবাড়ি মোড়ে অবস্থিত ৪৬ ব্যাটেলিয়ান এস এস বি ক্যাম্পে। সেখানে এস এস বির হাতে প্রচুর ফল গাছ সহ অন্য গাছের চারা বিলি করা হয়। সেই সময় সেই এলাকায় এস এস বির সঙ্গে গাছের চারা রোপনেও সামিল হন জি এইচ আর পিস ফাউন্ডেশনের সদস্যরা।সেখানে উপস্থিত ছিলেন সংস্থার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা, রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দ্য, সহ সভাপতি পম্পা রায়, কোষাধ্যক্ষ শম্পা সরকার,দেবযানী বনিক। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সিস্টার ইনচার্জ পূর্নিমা বিশ্বাসও এস এস বির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো মেতে থাকার জন্য এস এস বির হাতে স্মারক তুলে দিয়ে উৎসাহিত করেন। অপরদিকে জি এইচ আর পিস ফাউন্ডেশনের আর একটি গ্রুপ মঙ্গলবার শিলিগুড়ি চম্পাসারির মিলন মোড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পর দেশ প্রেমের ওপর কবিতা,নৃত্য অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক জ্ঞানেন্দ্র দাহাল,ডাঃ আর পি শর্মা, ব্যবসায়ী সন্তোষ গুপ্তা, কোঅর্ডিনেটর সারিকা গুপ্তা, সদস্য সাগরিকা তেওয়ারি, সদস্যা গায়ত্রী শর্মা প্রমুখ। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা জানিয়েছেন, তাঁরা ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ওই অনুষ্ঠান করলেও সারা বছর ধরেই দেশ, সমাজ ও মানুষের সেবায় কাজ করে থাকেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —