![kmc_20230816_233101](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2023/08/kmc_20230816_233101-678x381.png)
নিজস্ব প্রতিবেদন ঃ মঙ্গলবার ১৫ই আগস্টের দিন শিলিগুড়ি চম্পাসারির মিলন মোড় যদু ভিটায় অবস্থিত
আল আমীন মিশন একাডেমী ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদের শিখা জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। স্কুলের অধ্যক্ষ মেহেবুবা আলী এবং সুপারিনটেনডেন্ট মহম্মদ বিনি আমীনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয় ।অনুষ্ঠানে সুন্দর পরিবেশ দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কগনিশন হাব এবং ক্যালকাটা জিমখানা ক্লাব। তারা সেই অনুষ্ঠানের অন্যতম সহায়ক পৃষ্ঠপোষক হিসাবে কাজ করে।
জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছাত্ররা সেখানে একটি হিউম্যান পিরামিড তৈরি করে, তা দেখে সকলেই মুগ্ধ। কর মহম্মদ নওরাজ সেখানে উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।
স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসাবে অন্যতম থিম ছিলো ১২ কিলোমিটারের শান্তি র্যালি। প্রচন্ড গরমের মধ্যে আড়াইশোরও বেশি শিক্ষার্থীর তাতে যোগ দেয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন শিক্ষক দেবরাজ ঘোষ। কগনিশন হাব এবং ক্যালকাটা জিমখানা ক্লাবের প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অংশীদার হিসেবে কাজ করেন দেবরাজবাবু। সেই র্যালিতে শিক্ষার্থীরা স্থানীয়দের মধ্যে মিনি ফ্ল্যাগ ও চকলেট বিতরণ করে। শিশুদের মধ্যে সেখানে খাবার এবং পানীয় সরবরাহ করা হয়।গোটা অনুষ্ঠান বহু মানুষের নজর কাড়ে। ওই এলাকায় পরিক্রমা করে র্যালিটি। অনুষ্ঠান থেকে বারবারই দেশপ্রেম ও একতার বার্তা দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)