আনন্দময়ী কালিবাড়িতে শ্রীমদ ভাগবত পাঠ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়িতে মঙ্গলবার ১৬ আগস্ট থেকে শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। আনন্দময়ী কালিবাড়ি সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।মথুরার শ্রীধাম বৃন্দাবনের স্বামী সচ্চিদানন্দ মহারাজের সহযোগিতায় ওই ভাগবত পাঠের আসর বসেছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত এই ভাগবত পাঠ চলবে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার এক কলশ যাত্রার আয়োজন করা হয় বলে আনন্দময়ী কালিবাড়ি সমিতির অন্যতম কর্মকর্তা ভাস্কর বিশ্বাস জানিয়েছেন।