নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৯ আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস।ওই বিশেষ দিনের আগে মঙ্গলবার ফটোগ্রাফি সম্পর্কে অনেক মূল্যবান কথাই জানালেন শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা তীর্থ দাশগুপ্ত। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ফটোগ্রাফির ওপর অনেক পুরস্কার পেয়েছেন তীর্থবাবু। তিনি বলেছেন, আজকাল মোবাইলের যুগে সবার হাতেই কিন্তু রয়েছে ক্যামেরা।কিন্তু মোবাইলে ছবি তোলা আর সত্যিকারের ফটোগ্রাফির মধ্যে ফারাক অনেক। একজন ফটোগ্রাফার কেমন হবেন, ফটোগ্রাফি কেমন হবে সেসব নিয়ে বিশ্ব ফটোগ্রাফি দিবসের আগে তিনি খবরের ঘন্টাকে জানালেন অনেক কথা। নতুন ছেলেমেয়েদের মধ্যে ফটোগ্রাফির উৎসাহ বৃদ্ধি করতে তীর্থবাবু ফটোগ্রাফির স্কুলও খুলেছেন। যদিও এই করোনার মধ্যে সেই ফটোগ্রাফির ক্লাস বন্ধ রয়েছে। তবে এখন প্রতি মাসে একদিন করে বিনা পয়সায় তিনি ফটোগ্রাফি শিখিয়ে চলেছেন।