নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১৭ আগস্টঃ কার্শিয়াং-এ ঘুরতে গিয়ে শিলিগুড়ি ফেরার পথে গাড়ি খাদে পড়ে প্রান হারাল ৫ বন্ধু। ১৫ ই আগস্ট এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে কার্শিয়াং এর কাছে। জানাগেছে শিলিগুড়ির রখখোলা এলাকার ৫ কিশোর সুব্রত দাস, ঋষভ দাস, অভ্রনীল কুন্ডু, বিক্রম দাস ও রাজ সিং গাড়িতে ঘুরতে গিয়েছিল কার্শিয়াং-এ। তারপর থেকেই নিখোঁজ ছিল এই ৫ কিশোর। ১৫ ই আগস্ট তারা বাড়ি না ফেরায় ৫ বন্ধুর পরিবারের পক্ষ থেকেই মিসিং ডায়েরি করা হয় শিলিগুড়ি থানায়। সোমবার সকালে কার্শিয়াং-এর কাছে একটি খাদে একটি গাড়ি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করতে গিয়েই দেখে গাড়ির ভেতর রয়েছে ৫ টি দেহ। এদিন সকালেই পুলিশের কাছ থেকে মর্মান্তিক খবরটি জানতে পারেন মৃতের পরিবারের লোকেরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানাগেছে, স্বাধীনতা দিবসের সকালে ৫ বন্ধু গাড়িতেই গিয়েছিল লাটাগুড়িতে। সেখান থেকে ফিরে এসে স্নান খাওয়া সেরে ফের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কার্শিয়াং-এ। সেখান থেকে রাতে শিলিগুড়ি ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায়। মৃতদের মধ্যে ৪ জন কলেজের ছাত্র। বাকি একজন শিলিগুড়ির একটি ইংরেজী মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।