সৌরবিদ্যুৎ দিয়ে এবার আলোকিত হবে অন্ধকার লালটং

নিজ্স্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর লাগোয়া বৈকুন্ঠপুর ফরেস্টের ধারে তিস্তার চরে লালটং বন বস্তি প্রত্যন্ত একটি এলাকা।সেই এলাকায় এতদিন কোনও বিদ্যুৎ ছিল না। স্বাধীনতার পর এবার সেই গ্রামে সৌর বিদ্যুৎ এর সাহায্যে ঘরে ঘরে আলো জ্বলবে। সেখানে রয়েছে ৩১টি বাড়ি এবং দুটি খাটাল।এলাকাটি শালুগাড়া লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ১ নম্বর ডাবগ্রামের অধীন । ঘন জঙ্গল বেষ্টিত এই গ্রামটিকে সৌরবিদ্যুৎ -র সাহায্যে আলোকিত করবার শুভ সূচনা হল শনিবার । অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গ সরকার । প্রকল্প মূল্য ২৬ লক্ষ টাকা ।শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এদিন সেই এলাকায় গিয়ে সেই গ্রাম আলোকিত করবার শুভ সূচনা করেন।