নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেলো শিলিগুড়ি। যদিও রাজ্যের মেধাতালিকা প্রকাশিত হবেনা। কারণ তিনটে পরীক্ষা অসম্পূর্ণ রেখেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হল।
৪৯৪ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে শিলিগুড়ি শিবমন্দির শ্রীনরসিংহ বিদ্যাপীঠের ছাত্রী সায়ন্তিকা রায়। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেই তার এই সাফল্য। সায়ন্তিকাকে সম্বর্ধনা দিতে তার বাড়িতে এদিন যান প্রাইমারী শিক্ষক কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রকাশ রায়।সায়ন্তিকা রায় জানায়, আমি যা আশা করেছিলাম তার চেয়েও ভালো ফল হয়েছে। তাতে আমি খুব খুশি। ভবিষ্যতে আমি আইআইটি নিয়ে পড়তে চাই। সায়ন্তিকার মা জানান, সায়ন্তিকা ভালো রেজাল্ট করবে আমি জানতাম।