দিদি নম্বর ওয়ানে শুক্লা দেবনাথ

নিজস্ব প্রতিবেদন ঃ কলকাতায় গিয়ে দিদি নম্বর ওয়ানে রচনা ব্যানার্জীর সঙ্গে খেলে এলেন ডুয়ার্সের হাসিমারা নিবাসী সমাজসেবী শুক্লা দেবনাথ। খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবন সংগ্রাম করে চলেছেন শুক্লা। তাঁর আর্থিক পরিস্থিতি ভালো নয়।তারমধ্যেও গরিব মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন শুক্লা। আর যাঁর আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার পরও অন্যের সেবায় নিজেকে নিযুক্ত রাখে সেই তো বড় মানুষ। শুক্লা সেই দিক থেকে দিদি নম্বর ওয়ান মাত করে দিয়েছেন। সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে অনেক পুরস্কার জিতেছেন এই ডুয়ার্স কন্যা। বন্ধ চা বাগানের অনেক মেয়েকে বিউটিসিয়ান কোর্স শিখিয়ে স্বনির্ভর করে তুলেছেন শুক্লা। বিভিন্ন মহল থেকে এখন তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।