![IMG_20220617_100129](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220617_100129-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বৃষ্টির মধ্যে শিলিগুড়ি এনজেপি এলাকায় পড়ে ছিলো এক ভবঘুরে। খবর পেয়ে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে
দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরাম ও রেডক্রস সোসাইটির শিলিগুড়ি শাখা। তাদের যৌথ প্রচেষ্টায় নিঃশুল্ক এম্বুলেন্স পরিসেবার মাধ্যমে ওই ভবঘুরে বৃদ্ধাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফোরামের সভাপতি অমিত সরকার জানিয়েছেন, ওই বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তার ভরণপোষণের দায়িত্ব নেওয়া হবে।মানবিক কারনে এই প্রয়াস নেওয়া হয়েছে
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)