বৃষ্টির জেরে আলিপুরদুয়ারে একাধিক ডাইভারসন ভেঙে বিপত্তি

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। তার ফলে আলিপুরদুয়ারে একাধিক ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে। বৃষ্টিতে ফালাকাটা-আলিপুরদুয়ার রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বৃষ্টির জেরে নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা ডাইভারশন, বুড়ি তোর্সা নদীর ডাইভারশন ও সঞ্জয় নদীর ওপর থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে।কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল বইছে। চরতোর্সা ও বুড়িতোর্সার ডাইভারশন ভেঙে যাওয়ায় কালীপুর, বংশীধরপুর একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। এর জেরে সেখানকার বাসিন্দারা ফালাকাটা, পলাশবাড়ি বা আলিপুরদুয়ারেও যেতে পারছেন না। কৃষকরা ফালাকাটা কিষান মান্ডিতে জমির ফসল বিক্রি করতে যেতে পারছেন না ।