নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ লাদাখে চিন ভারত সেনা সংঘর্ষে শহীদ হলেন আলিপুরদুয়ারের শামুকতলা থানার বিন্দিপাড়ার সেনা জওয়ান বিপুল রায়। বিপুল সিগন্যাল রেজিমেন্টের জওয়ান। তার বাড়িতে রয়েছেন বাবা মা।
তার মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা আলিপুরদুয়ার। খবর পেয়ে শহীদ বিপুল রায়ের বাড়িতে এদিন যান বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গত ডিসেম্বরে তিনি শেষ বাড়িতে এসেছিলেন। আবারও আসার কথা ছিল। কিন্তু তার আগেই শহীদ হলেন বিপুল রায়। সিগন্যাল রেজিমেন্টের জওয়ান হিসেবে তিনি যথেষ্ট সুনামের সাথে কাজ করছিলেন। তার শহীদ হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ গোটা এলাকা।