শিলিগুড়ি তরাই বি এড কলেজে শান্তিনিকেতনের ধাঁচে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির দুধাজোতে শিলিগুড়ি তরাই বি এড কলেজ পরিচালিত বসন্ত উৎসব অনুষ্ঠিত হল দুদিন ধরে। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়। শান্তিনিকেতনের ধাঁচে এই উৎসব শুরু হয় বুধবার সন্ধ্যায়। বৃহস্পতিবারও তা চলে। স্থানীয় লোকসংস্কৃতি থেকে শান্তিনিকেতনের পরিবেশ ফুটে ওঠে বহু শালগাছের পাশে। বুধবার রাতে সেখানে তাঁবুও তৈরি হয়। অনেকেই তাঁবুতে রাত্রি যাপন করেন। তরাই বি এড কলেজের ছাত্রছাত্রীরা দোল সংস্কৃতির বিভিন্ন দিক মেলে ধরেন। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুস্পজিৎ সরকার জানিয়েছেন, অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা যুদ্ধ নয় শান্তি এবং সম্প্রীতির বার্তাও দিয়েছেন। এর পাশাপাশি হারিয়ে যেতে থাকা গ্রামীন সংস্কৃতি যাতে নতুন প্রজন্ম ভুলে না যায় সেদিকেও নজর দিয়েছেন