নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে খবর, বুধবার খেলতে গিয়েই ওই পেরেক গিলে ফেলে শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বাসিন্দা আনিস মহম্মদ নামের শিশুটি। এরপর তার প্রবল কাশী ও শ্বাসকষ্ট শুরু হয়। রাতেই শিশুটিকে আনা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। এক্সরে করে পেরেকটির অবস্থান দেখে নিয়ে বৃহস্পতিবার সকালে জটিল অস্ত্রপচার করে সাত সদস্যের চিকিৎসক দল।
চিকিৎসক শেখর বন্দোপাধ্যায় বলেন,শিশুটির বয়স কম। জটিল অস্ত্রপচার ছিল, তবে আমরা পিছপা হইনি। তবে ওই পেরেক বার করা গিয়েছে। চিকিৎসায় আপাতত বিপদমুক্ত শিশুটি। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।