সমাজের জন্য মানবিক ভাবনার উদ্দেশ্যে তৈরি হল রক্তদানের ওপর ভিডিও সঙ্গীত

নিজস্ব প্রতিবেদন ঃ রক্তদানের ওপর সঙ্গীতের ভিডিও তৈরি হলো। সেই ভিডিও সঙ্গীতে গান গেয়েছেন শিলিগুড়ির সঙ্গীত শিল্পী অদিতি পি চক্রবর্তী। সেই ভিডিওসঙ্গীত তিনি তাঁর সদ্য প্রয়াত স্বামী তথা পুলিশ অফিসার প্রভাত চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে সমর্পণ করেছেন।
সালটা ছিলো ২০০০।স্থান কোচবিহারের মাথাভাঙ্গা…
কবি ও সংগীত শিল্পী অদিতি চক্রবর্তীর স্বামী প্রভাত চক্রবর্তী ছিলেন সে সময় মাথাভাঙ্গার সার্কেল ইন্সপেক্টর।মাথাভাঙ্গা থানায় একটি রক্তদান শিবিরের তিনি আয়োজন করেন।অদিতিদেবীকে রক্তদানের ওপর একটি গান লেখার পরামর্শ দেন তিনি। তাঁর প্রেরণায় গানটি অদিতিদেবী রচনা করেন এবং সুরও দেন। রক্তদান এর সেই অনুষ্ঠানে অদিতিদেবী তার ছেলে ও মেয়েকে নিয়ে গানটি পরিবেশন করেন।সেখানে তখন অনেক গুণী মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ বিভাগের এর উচ্চ পদস্থ আধিকারিকেরও উপস্থিত ছিলেন।সকলেই সেই সঙ্গীতের প্রশংসা করেন। অনুষ্ঠানে সবার প্রথমে রক্ত দেন অদিতিদেবীর স্বামী প্রয়াত প্রভাত চক্রবর্তী।রক্তদান করেন অদিতিদেবীও। আর তা দেখে অনেকের মনে সাড়া জাগে।
দলে দলে মানুষ সেদিন রক্ত দান করেন।২০১০সালে অদিতিদেবীর ভাই অধ্যাপক সমর্পন দাস নিজে গানটির মিউজিক তৈরি করে অদিতিদেবীকে দিয়ে গানটি গাইয়ে রেকর্ড করান।বৃহস্পতিবার,১৭ ফেব্রুয়ারী 2022 সেই গানটির ভিডিও তৈরী করেন আবার অদিতিদেবীর ভাই।এই গানটি অদিতিদেবীর স্বামী প্রয়াত প্রভাত চক্রবর্তীর খুবই প্রিয় ছিলো।
অদিতিদেবী রক্তদানের এই গানটি তাঁর স্বামীকে উৎসর্গ করেছেন। সমাজের জন্য মানবিক ভাবনার উদ্দেশ্যে তৈরি সঙ্গীতটি আসুন শুনে নেওয়া যাক—–