
নিজস্ব প্রতিবেদন ঃ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়িতে শুরু হল ৩৮ তম পুষ্প প্রদর্শনী। শিলিগুড়ি হরটিকালচারাল সোসাইটির তরফে এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন গৌতম দেব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট জয় টুডু, শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাতিল সহ হরটিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন সদস্য বাপি পাল সহ অন্যান্যরা। জানা গিয়েছে এই প্রদর্শনী বৃহস্পতিবার ১৭ তারিখ থেকে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত।
