জলপাইগুড়ির পুরভোটের লড়াইয়ে স্বামী স্ত্রী

নিজস্ব প্রতিবেদন ঃ ১ + ১= ২ কিন্তু পাশাপাশি বসালে যেমন ১১ হয়। ঠিক এখানেও পাশাপাশি দুটো ওয়ার্ডে স্বামী-স্ত্রী প্রার্থী। সংসার সামলে একযোগে তারা প্রচারে। তারা মনে করছেন ১ আর ১ = ২ না পাশাপাশি ১১ হয়। এখানে তারা স্বামী-স্ত্রী মনে করছেন এবারের ভোটে তারা 11 গুণ শক্তিশালী হয়ে লড়বেন এবং জয়ী হবেন জলপাইগুড়ি পুরসভা ভোটে।*
স্বামী স্ত্রী দুজনেই এবার জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে একসাথে লড়ছেন। স্বামী পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে লড়ছেন আর স্ত্রী ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। স্ত্রী জয়া সরকার পেশায় স্কুলশিক্ষিকা হলেও ঘরের কাজ গুছিয়ে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন স্বামীকে নিয়ে। স্বামী শ্যাম প্রসাদ ৬ নম্বর ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন। নিজের ওয়ার্ডে দেওয়াল লিখন ফেস্টুন ব্যানার লাগানোর কাজে ব্যস্ত । তারই মাঝে হালকা প্রচার সেরে নিচ্ছেন। তিনি আশাবাদী এবারের জয় নিশ্চিত। তিনি এটাও মানুষকে বোঝাচ্ছেন এবারে পুর নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ বোর্ড গঠন করতে পারবে না কখনোই, যদি বোর্ড গঠন করতে হয় তো বিজেপি বোর্ড গঠন করবে। আর তাই এই ওয়ার্ডের নাগরিকদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে তিনি জানান। তবে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মনিন্দ্র নাথ বর্মন পেশায় স্কুল শিক্ষক।তিনি জানান বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রী আমার ভাই ভাইয়ের বউ। আমি আশীর্বাদ করি ওদের দাম্পত্য জীবন সুখী হোক। তবে ভোটে জেতার ব্যাপারে মনিন্দ্রবাবু ১০০ শতাংশ আশাবাদী।